মার্চ ২৪, ২০২২
কালিগঞ্জে নারীদের দক্ষতা উন্নয়ন বৃদ্ধি প্রশিক্ষণ সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে দুইদিন ব্যাপি দক্ষতা উন্নয়নবৃদ্ধি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে ও ইউডু’র অর্থায়নে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়। জেন্ডার জাস্ট ক্লাইমেট সলিউশন স্কেল প্রকল্পের আওতায় ২০ জন নারী এ প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, এসওডি সম্পর্কে ধারণা, দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী করণীয়, জলবায়ূ পরিবর্তন ও নারীদের অংশগ্রহণ ভিত্তিক দক্ষতাবৃদ্ধি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমাপনী দিনে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিরাজ হোসেন খান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, যে কোন দুর্যোগে নারীরা বেশি ঝুঁকিতে থাকে আর প্রস্তুতি নারীকেই নিতে হয়। তাই সক্ষমতাবৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুব উন্নয়ন কর্মকর্তা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় যুব নারীরা ব্যাপক ভূমিকা রাখছে। তাদের দক্ষতা যত বৃদ্ধি করতে পারবো ততই দুর্যোগ ঝুঁকি হ্রাস পাবে। দুই দিনের প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন বিন্দুর নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া, প্রোগ্রাম কো-অর্ডিনেটর কানিজ শাইমা আঁখি, প্রজেক্ট অফিসার শ্রাবন্তী ইতফা। 8,610,599 total views, 2,256 views today |
|
|
|