মার্চ ২২, ২০২২
কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক’র অক্সিজেন কনসেনট্রেটর প্রদান
ফারুক হোসাইন রাজ, কলারোয়া: হাসপাতালের মুমূর্ষু রোগীদের বিনামূল্যে অক্সিজেন ব্যবহারের জন্য করোনা চিকিৎসা সহায়তায় করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) আওতায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন কনসেনট্রেটর দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান সান্টু বলেন, অক্সিজেন কনসেনট্রেটর বাতাস থেকে অক্সিজেন আলাদা করে এর ঘনত্ব বাড়িয়ে রোগীদের দেওয়ার জন্য উপযোগী করে দেয়। এটা মুমূর্ষু রোগীদের জন্য খুবই কার্যকর।
করোনাভাইরাসের সংক্রমণজনিত কারণে দারিদ্র্যহার বৃদ্ধির ফলে বিপদগ্রস্ত, কর্মহীন দরিদ্র, ছিন্নমূল, দুস্থ, অসহায় জনগোষ্ঠীর নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রীসহ চিকিৎসা ব্যয় নির্বাহ এবং কর্মহীন মানুষের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে। হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্য ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার জন্য সামাজিক দায়বদ্ধতা পরিপালনের সিএসআর সহযোগিতায় ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড কাজ করছে। এমনভাবে সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে হয়ত এই প্রতিক‚লতা কাটিয়ে উঠা অনেকটাই সহজ হবে।’ 8,589,173 total views, 5,859 views today |
|
|
|