Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় ফাঁদে আটকানো মেছো বাঘ গ্রামেই অবমুক্ত

ফারুক হোসাইন রাজ, কলারোয়া : গ্রামবাসীর পাতানো কাঠের ফাঁদে আটক হওয়া বিরল প্রজাতির একটি মেছো বাঘ উদ্ধার করে গ্রামের নিরাপদ স্থানে অবমুক্ত করেছে সেফ ওয়ার্ড লাইফ নামের একটি সংগঠন। মঙ্গলবার (৮ মার্চ) সকালে সাতক্ষীরা কলারোয়ার ৯নং হেলাতলা ইউনিয়নে উত্তর দিগং গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঘটনাটি ঘটে।

দিগাং গ্রামের জাকির হোসেন বলেন, গত কয়েকদিন যাবত হঠাৎ গ্রামের বাঘ প্রকৃতির কোন কিছু দেখা যাচ্ছে এমনকি তার আতঙ্কে রয়েছে পুরো গ্রামবাসী এমন ঘটনায় এলাকাবাসীরা পরামর্শ করে একটি কাঠের ফাঁদ তৈরি করে। গ্রামবাসীর পাতানো সেই ফাঁদে আটক হয় একটি বিরল প্রজাতির মেছো বাঘ। পরে এমন তথ্য সাংবাদিক ইয়ারব হোসেনকে বন্য প্রাণী রক্ষা করার জন্য অনুরোধ করা হয়।

সাংবাদিক ইয়ারব হোসেন বলেন, বাঘ প্রকৃতির জন্তু ফাঁদ পেতে আটকিয়েছে এমন সংবাদ পেয়ে বন্যাপ্রানী সূরক্ষা বিভাগ সাতক্ষীরা ও সেফ ওয়ার্ড লাইফ সংগঠনের নেতৃ বৃন্দকে জানানো হয়। পরে ঘটনাস্থলে গিয়ে সকলের সহযোগিতায় বিরল প্রজাতির আটক হওয়া একটি মেছো বাঘ অবমুক্ত করা হয়।
বন্যাপ্রানী সূরক্ষা কর্মকর্তা আব্দুলা সাদি বলেন, উপজেলার দিগাং গ্রামে একটি মেছো বাঘ গ্রামবাসীরা আটক করলে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীকে প্রথম পশুপাখি হত্যা না করে বন্যাপ্রানী সূরক্ষা বিভাগে তথ্য দেওয়ার আহবান করে ওই মেছো বাঘ অবমুক্ত করা হয়।

সেফ ওয়ার্ড লাইফ সংগঠনের ইমরান হোসেন বলেন, বন্য প্রাণী হত্যা না করে বরং পশুপাখি সুরক্ষা দেওয়া আমাদের সকলের নৈতিক দায়িত। বন্যপ্রাণী সুরক্ষা করতে সেফ ওয়ার্ড লাইফ সংগঠন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। দিগং গ্রামের এলাকাবাসীর হাতে আটক হওয়া মেছো বাঘসহ সকল পশুপাখি অবৈধ ভাবে হত্যা না করার পরামর্শ দিয়ে আটক হওয়া মেছো বাঘ গ্রামের নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version