Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় টিসিবি’র পণ্য বিক্রয়ের প্রস্তুতি সভা

কলারোয়া প্রতিনিধি: আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে এক কোটি পরিবারকে ছয়টি নিত্যপণ্য দেওয়ার কর্মসূচি শুরু করেছে সরকার। সেই লক্ষ্যে গতকাল উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় কম দামে এই পণ্য বিক্রি শুরু করার প্রস্তুতি সভা করা হয়েছে। সরকারের বিপণনকারী প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রতিটি ইউনিয়নে ডিলারের মাধ্যমে এই পণ্য বিক্রি করবে।
টিসিবি সূত্রে জানা যায়, রোজার আগে এবং রোজার মধ্যে দুই দফায় এই পরিবারকে পণ্য দেওয়া হবে। কোন পণ্য কী দামে এবং এক পরিবারকে কী পরিমাণ পণ্য দেওয়া হবে, তাও চূড়ান্ত করেছে টিসিবি।

প্রতি পরিবারকে ৫৫ টাকা দরে দুই কেজি চিনি, ৬৫ টাকা দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, দুই থেকে পাঁচ কেজি পেঁয়াজ ৩০ টাকা দরে দেওয়ার কথা জানিয়েছে টিসিবি। এ ছাড়া ছোলা দুই কেজি ও খেজুর দেওয়া হবে এক কেজি করে। খেজুর ও ছোলা দেওয়া হবে রোজা শুরুর পর। প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা করেন, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা সোহেল হোসেন, ইউপি চেয়ারম্যান এম,এ কালাম, আফজাল হোসেন হাবিল, ইউপি সচিব আনিছুর রহমানসহ উপজেলার সকল টিসিবি’র ডিলাররা। এ সময় ইউএনও সকলকে অনিয়ম রোধে কড়া হুঁশিয়ারী উচ্চারন করে বলেন, কোন অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না। সরকারের এই সেবা যেন প্রকৃত হত দরিদ্ররা পাই সে দিকে সকলের খেয়াল রাখতে তাগিদ দেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version