মার্চ ৬, ২০২২
কলারোয়ায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলার কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, তাপস কুমার, লুৎফর রহমান, তাসলিমা সুলতানা, আকলিমা খাতুন, আসাদুজ্জামান ও হাসান উপস্থিত ছিলেন। কলারোয়া উপজেলার ১২ টি ইউনিয়নের ১২ টি কৃষক গ্রæপকে এসকল মেশিন প্রদান করা হয়। এ সময় কৃষিবিদ রফিকুল ইসলাম কৃষকদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি বাড়ী পুষ্টিবাগান হবে এটা প্রধানমন্ত্রীর একান্ত আশা। যেন প্রত্যেকটা বাড়ীর মালিক নিজস্ব জমিতে পুষ্টিবাগানে উৎপাদিত খাবার খেতে পারে এই প্রকল্পের উদ্দেশ্য সেটাই। তিনি কৃষকদের উদ্দেশ্যে আরও বলেন, এই উপকরণ ঘরে ফেলে রাখার জন্য নয়, এটা ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে পুষ্টি বাগান তৈরি করে অন্যদেরকে উৎসাহিত করতে পারলেই আমাদের এই কষ্ট সার্থক হবে। তবেই সরকারের যে উদ্দেশ্য ঘরে ঘরে পুষ্টিবাগান সেটা সফলতার মুখ দেখবে। 8,589,590 total views, 6,276 views today |
|
|
|