Site icon suprovatsatkhira.com

করোনা ভাইরাস প্রতিরোধে কালিগঞ্জে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে কালিগঞ্জে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে কুশুলিয়া ইউপি’র আয়োজনে ও এডিপি প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থায়নে এ মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ্ ২ নম্বর ওয়ার্ডের ওয়াহেদুজ্জামান মোড়ে পথচারিদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেন।

এসময় তিনি বলেন, করোনা মহামারির সংক্রমণ প্রতিরোধে আমরা কুশুলিয়াবাসীকে সঙ্গে নিয়ে কাজ করবো। আপনারা আমাদের সহযোগিতা করবেন। তিনি সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকে সচেতন করতে নিয়মিত মাস্ক ব্যবহারের আহ্বান করেন এবং মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অব্যহত থাকবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version