Site icon suprovatsatkhira.com

আশাশুনির হামকুড়া প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনা না মানার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : শিক্ষা প্রতিষ্ঠানে গণহত্যা দিবস পালনের নির্দেশ দেয়া হলেও আশাশুনি উপজেলার ১২৩ নং হামকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্দেশনার না মানার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫শে মার্চ) গণহত্যা দিবসে শিক্ষা প্রতিষ্ঠানটিতে সকাল থেকে তালা ঝুলতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সকাল ১০টায় সরেজমিনে স্কুলে গিয়ে দেখা গেছে, স্কুলের গ্রীলে তালা ঝুলছে। স্কুল সংলগ্ন সরস্বতী মন্ডল জানান, আমি সকাল থেকেই এখানে গাছের পাতা কুড়াচ্ছি। আজ সকাল থেকে স্কুলের তালা খোলা হয়নি। স্কুলের শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের কেউই আজ স্কুলে আসেনি। পৌনে ২ ঘন্টা অপেক্ষা করার পরও স্কুলে কাউকে দেখা যায়নি। স্কুলের প্রধান শিক্ষক মুক্তি রানী ঘোষ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এ দিন স্কুলে না এলেও সাংবাদিকদের উপস্থিতি জানতে পেরে সহকারী শিক্ষক বিবেকানন্দ বেলা আড়াইটার পরে স্কুলে এসেছিলেন জানাগেছে।

৬ বছর ধরে এই একই ক্লাস্টারের দায়িত্বে থাকা সহকারি শিক্ষা অফিসার আবু সেলিমের স্ত্রী রুমানা আফরোজ এ স্কুলের শিক্ষক হওয়া সত্বেও শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় দিবস পালনে এ অনীহার কারণে স্থানীয় লোকজনের মনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এবিষয়ে আশাশুনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম জানান, আমাকে বিষয়টি জেনেই মন্তব্য করা উচিত। আমি শিক্ষকদের কাছে বিস্তারিত জেনে বক্তব্য দেবো।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version