গাজী আল ইমরান, নিজস্ব প্রতিনিধি : স্বাস্থ্য ঝুঁকি নিয়েই শ্যামনগর হাসপাতালের বহির্বিভাগে ডাক্তার দেখাচ্ছেন রোগীরা। স্বাস্থ্য সেবা নিতে এসে বরং স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন বলে মন্তব্য করেছেন অনেকেই। একই সাথে পর্যাপ্ত শয্যার অভাব, ডাক্তারসহ বিভিন্ন ক্ষেত্রে জনবলের কমতি, অস্বাস্থ্যকর পরিবেশ, অবকাঠামোগত সংকটসহ নানান কারণে ব্যাহত হচ্ছে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা কার্যক্রম। হাসপাতালের বহির্বিভাগে অস্বাস্থ্যকর পরিবেশ ও দুর্গন্ধের মধ্যেই বসে থাকেন স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীরা।
অনেকেই ডায়রিয়া জনিত কারণে ডাক্তার দেখাতে এসে সুস্থতার বদলে আরো বেশি অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন ভুক্তভোগী রোগীরা। সরজমিনে শ্যামনগর হাসপাতালে দেখা গেছে হাসপাতালের আউটডোরের পাশেই রয়েছে টয়লেট। অব্যবস্থাপনা আর পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে চারিদিক। শ্যামনগর হাসপাতালে স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীদের অভিযোগ হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী থাকলেও তাদের দেখা মেলে না।
হাসপাতালের কার্যক্রম শুধু লোক দেখানো ও দায়সারা বলেই দাবি তাদের। কোনো সমস্যা সমাধানে গুরুত্ব নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। হাসপাতাল ঘুরে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিসের দুই পাশ ঘিরেই রয়েছে ময়লার স্তুপ। কিন্তু তা অপসারণের বদলে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। হাসপাতালে সেবা নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রোগী বলেন, যতবার শ্যামনগর হাসপাতালে আসি ততবারই এই দুর্গন্ধের মধ্যে বসেই সেবা নিতে হয়। একাধিকবার হাসপাতাল কর্তৃপক্ষকে বলেও এর কোন সুরাহা হয়নি। এসব বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, ‘আমি এসেছি কয়েকদিন হয়েছে। আমি সমস্যাগুলো চিহ্নিত করে দ্রæত ব্যবস্থা গ্রহণ করব।