ফেব্রুয়ারি ২৭, ২০২২
শংকরকাটি বাজারে খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ
শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাটি বাজারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। তবে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করতে নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা গেছে, শংকরকাটি মৌজায় সরকারি খাল দখল করে সেখানে রাতারাতি ঘর নির্মাণ করা হচ্ছে। হাজী হাসান ও স্থানীয় শংকরকাটি বাজার কমিটির সভাপতি স্বয়ং আলমগীর ঢালী যৌথভাবে বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া ঝুরঝুরিয়া খাল ভরাট করে এই অবৈধ স্থাপনা নির্মাণ করছে। একই পাশে খাল দখল করে যুবলীগের সাইন বোর্ড টানিয়ে অফিস নির্মাণ করে তাতে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে ইটভাটার সরদার রেজাউল ইসলাম। স্থানীয়রা জানান, এইভাবে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে বর্ষা মৌসুমে চরম জলাবদ্ধতার সৃষ্টি হওয়া সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। এ বিষয়ে হাজী হাসান ও বাজার কমিটির সভাপতি আলমগীর ঢালী দোকানঘর তৈরী করছেন বলে সত্যতা স্বীকার করছেন। কাশিমাড়ী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে পরিদর্শন করে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে আইনীভাবে পদক্ষেপ নেওয়া হবে। 8,611,709 total views, 3,366 views today |
|
|
|