ডেস্ক রিপোর্ট : গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের সংলগ্ন এলাকা থেকে হরিণের মাথাসহ চামড়া, ভুঁড়ি, পা ও মাংস জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৭ ফেব্রæয়ারি) বেলা ১২টার দিকে খুলনা জেলার কয়রা থানার খাসিটানা খাল এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন কয়রার একটি টহল দল।
এ সময় পরিত্যক্ত অবস্থায় ২টি হরিণের মাথা, ২টি চামড়া, ২টি ভুঁড়ি, ৮টি পা ও ২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। কোস্ট গার্ডের লে. কমান্ডার বিএন এম মামুনুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অভিযান পরিচালনার সময় হরিণ শিকারিরা কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আন্দারমানিক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/