Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে এক নারীসহ দুই জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪১ দশমিক ৮ শতাংশ

নিজস্ব প্রতিনিধি: সীমান্ত জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান।
মৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার খানজিয়া মৃত ইছাহাক আলীর পুত্র মোকছেদ আলী ও কলারোয়া উপজেলার তুলসিডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী সখিনা খাতুন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ আগে তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৭৯৯ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৮ জন।

এদিকে, গত ২৪ ঘন্টায় ১৮৫ জনের নমুনা পরীক্ষা শেষে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৭৬ জন। যা শনাক্তের হার ৪১ দশমিক ৮ শতাংশ। জেলায় বর্তমানে ৪৭৪ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৪৫৮জন বাড়িতে ও বাকী ১৬ জন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়েত জানান, করোনা সংক্রমন থেকে রক্ষা পেতে তিনি সকলকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version