শ্যামনগর উপজেলা প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে সংক্রান্তি খালের মাটি খননকে কেন্দ্র করে নব নির্বাচিত ইউপি সদস্য কে ফাঁসানোর অপচেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। নির্বাচন পরবর্তী পরাজিত প্রার্থীর কর্মী কে ব্যবহার করে হিন্দু সম্প্রদায় কে পূঁজিকরে পরিবেশ ঘোলাটে করার অভিযোগ আনেন নব নির্বাচিত ইউপি সদস্য আজহারুল ইসলাম। তিনি অভিযোগে জানান, ২ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯ টার দিকে ২নং নম্বর ওয়ার্ডের খুঁটিকাটা শাপলা সংঘ ক্লাবের দক্ষিণ দিকে সংক্রান্তি খালের মাটি খনন কাজে বাধার সৃষ্টি করে এলাকার পরাজিত মেম্বর প্রার্থী মুজিবর রহমানের কর্মী মহানন্দ কুমার সরকার।
সরকারি নীতিমালা অনুযায়ী খাল খনন করে খালের উভয় পার্স্বে রাস্তায় মাটি রাখায় মহানন্দ কুমার সরকারের জমি কমে যাচ্ছে অভিযোগ তুলে। মহানন্দ কুমার তাদের জমি বাঁচাতে খাল কম খনন করার জন্য অপচেষ্টা চালালে নবনির্বাচিত স্থানীয় ইউপি সদস্য আজহারুল ইসলাম জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছান। সরকারি সিডিউল মোতাবেক কাজ অব্যহত রাখতে কর্তৃপক্ষকে অনুরোধ জানান। এ নিয়ে মহানন্দ কুমার সরকার ও তার পরিবার পরাজিত প্রার্থী মুজিবারের সহায়তায় নব নির্বাচিত ইউপি সদস্য কে লাঞ্চিত করার অপচেষ্টা চালায়। সহকারি অধ্যাপক তাপস কুমার বৈদ্য জানান, আমাদের এলাকা হালকা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্ঠি হয়ে এলাকা প্লাবিত হয়। ফলে সরকারিভাবে পানি নিষ্কাশন ও সেচ কাজে মিষ্টি পানির আধার করার জন্য খাল খননের কাজ শুরু হয়।
নবনির্বাচিত স্থানীয় ইউপি সদস্য আজহারুল ইসলাম কে ফাঁসাতে বা দুর্ণাম রটাতে মহানন্দ কুমার সরকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ করেন এলাকাবাসী। সরেজমিনে স্থানীয়রা জানান, এখানে মুসলমান-হিন্দু সম্প্রদায় সম্প্রীতির বন্ধনে মিলে মিশে শান্তিতে বসবাস করছে। নির্বাচন কেন্দ্রীক প্রতিহিংসা বসত শান্তি বিনষ্ট করার অপচেষ্টা করা হচ্ছে। মহানন্দ কুমার বলেন, নব-নির্বাচিত ইউপি সদস্যের সাথে খাল খনন নিয়ে বিরোধ বাঁধে, কোন ব্যক্তির উস্কানিতে নয়। পরাজিত প্রার্থী মুজিবর রহমান জানান, তাদের বিরোধ নিরোশনে গিয়েছিলাম,অন্য কোন উদ্দেশ্য নয়। এ বিষয়ে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।