ফেব্রুয়ারি ৬, ২০২২
শ্যামনগরে বনজীবীদের বাড়ছে ক্ষুধার জ্বালা
আল হুদা মালী, গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের মানুষের দু’মুঠো ভাত জোটে সুন্দরবনের বাঘ ও নদীর কুমিরের সাথে যুদ্ধ করে। তবে সুন্দরবনে অভয়ারণ্য বৃদ্ধি পাওয়ায় বন থেকে কাঙ্খিত উপার্জন করতে না পারায় শ্যামনগর উপকূলের জেলেদের বাড়ছে ক্ষুধার জ্বালা। চরম অভাব অনটনের মধ্যে জীবনযাপন করছেন বনজীবীরা। তারা বলছেন, ঝড় বৃষ্টি সবকিছুই মোকাবিলা করে জেলেরা মাছ ও কাঁকড়া শিকার করে থাকেন। জীবিকার জন্য জীবন বাজি রেখে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে অনেক সময় তাদের সাগরে যেতে হয় মাছ কাঁকড়া শিকারের জন্য। কিন্তুু বনে মৎস্য, কাঁকড়া ও মধু আহরণের এলাকা সংকীর্ণ হয়ে আসায় বর্তমানে জেলে ও বাউলেরা কর্মহীন হয়ে অতি কষ্টে দিন কাটাচ্ছেন। তারা এখন সুন্দরবন সংলগ্ন নদীতে কাঁকড়া মাছ ধরতে পারছেন না। হিমশিম খাচ্ছেন সংসার চালাতে। সব মিলিয়ে তাদের জীবন হয়ে উঠছে দুর্বিষহ। সুন্দরবনের উপর নির্ভরশীল একাধি জেলেরা জানিয়েছেন, জানুয়ারি ও ফেব্রæয়ারি এই দুই মাস সুন্দরবনের কাঁকড়া ধরার বাস বন্ধ থাকায় অভাব-অনটনে দিন কাটচ্ছে এ এলাকার জেলেদের। তবে বনবিভাগের অভয়ারণ্য এলাকায় প্রবেশ না করার শর্তে সাদা মাছ ধরার পাস পারমিট দেওয়া হচ্ছে। তবে সংকীর্ণ এলাকায় পর্যাপ্ত মাছ-কাঁকড়া পাচ্ছেন না জেলেরা। খোজ নিয়ে জানা গেছে, শ্যামনগর উপজেলার গাবুরা, বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর, আটুলিয়া, কাশিমাড়ী, মুন্সিগঞ্জ, রমজাননগর, কৈখালী ইউনিয়নের বনজীবীরা সংকটে দিন পার করছেন। গাবুরা এলাকার জেলে মো. ফজলু জানান, ‘গাবুরা ইউনিয়নের এমন ধরনের কোন কলকারখানা নেই যে সেখানে কাজ করে জীবিকা নির্বাহ করব। আমাদের জীবিকা নির্বাহ করার একটাই পথ সুন্দরবন। এই পেশা কখনো ছাড়তে পারব না। নিষেধাজ্ঞা জারি করায় এখন কেউ ঝুঁকি নিয়ে মাছ কাঁকড়া ধরতে নামছে না। যার ফলে আমাদের সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে’। বুড়িগোয়ালিনীর জেলে জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সাতক্ষীরা রেঞ্জের অধিকাংশ জায়গা অভয়ারণ্য ঘোষণা করায় আমরা হতাশ হয়ে পড়েছি। সুন্দরবনের যে এলাকায় মাছ কাঁকড়া বেশি পাওয়া যায় সেই এলাকায় অভয়ারণ্য ঘোষণা দিয়েছে বন বিভাগ। আর এই ঘোষণার পর থেকে বনবিভাগ খুবই তৎপরতা শুরু করে দেয়ায় আমরা বিপাকে পড়েছি। সুন্দরবনের ভেতর যে এলাকা বৈধ করা হয়েছে সেসব এলাকায় মাছ কাঁকড়া খুবই কম’। উপকূলের জেলে বাওয়ালীদের পরিবারের কথা চিন্তা করে তাদের জীবন জীবিকা সচল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কৃর্তপক্ষে সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী জেলে বাওয়ালীরা। 8,611,470 total views, 3,127 views today |
|
|
|