ফেব্রুয়ারি ১৬, ২০২২
শ্যামনগরে প্রাণী সম্পদ প্রদর্শনী
নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় বুধবার (১৬ ফেব্রæয়ারি) সকাল ১০ টায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শহিদুল্লাহর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার আজিজুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবিএম আব্দুর রউফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান সাইদ, ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা প্রাণী-সম্পদ প্রদর্শনীতে তাদের পালিত বিভিন্ন প্রাণিজ খাবারের প্রদর্শনীর পাশাপাশি উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, দুম্বা, পোষা কুকুর, কবুতর, পাখি সহ বিভিন্ন ধরনের প্রাণী প্রদর্শন করেন। 8,611,014 total views, 2,671 views today |
|
|
|