Site icon suprovatsatkhira.com

শোভনালী ইউনিয়নের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্বভার গ্রহণ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির শোভনালী ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বরগন দায়িত্বভার গ্রহন করেছেন। গতকাল সকালে উপজেলার শোভনালী ইউনিয়ন পরিষদের হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে এ দায়িত্বভার গ্রহণ করে প্রথম কার্যদিবস শুরু করেছেন তারা। এ দায়িত্বভার অর্পণ উপলক্ষে শোভনালী ইউনিয়ন পরিষদের আয়োজনে নবনির্বাচিত চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক ও সাবেক চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, ইউপি সচিব আমিনুর রশিদ সহ নবনির্বাচিত ইউপি সদস্য, উদ্যোক্তা, গ্রাম আদালতের কর্মকর্তা, গ্রাম পুলিশদের সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন এর সভাপতিত্বে ইউপি সচিব আমিনুর রশিদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শোভনালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক, অনুষ্ঠানের সভাপতি সাবেক চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, মেম্বর আব্দুল গফ্ফার, উদয় কান্তি বাছাড়, আলমগীর হোসেন, আব্দুল হান্নান পাড়, আজিজুল ইসলাম, নাসির উদ্দিন, মোজাম্মেল হোসেন, আজগার আলী, সুভাষ বাছাড়, মহিলা মেম্বর অনিতা রানী সরকার, নাছিমা খাতুন, মরিয়ম খাতুন, বাউচাষ আলহাজ্ব শামছুর রহমান এতিমখানা মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আবু হুসাইন বুলবুল, বাঁকড়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, শিক্ষক জামায়াত নেতা আরিফ বিল্লাহ,হাজীপুর মাদ্রাসা সহকারী শিক্ষক মাওলানা রুহুল আমিন, গ্রাম আদালতের সহকারী কনক মন্ডল, উদ্যোক্তা মাসুদ করিম সুমন, সর্বানী রানী সানা, উপজেলা জামায়াতের রোকন মাসুম বিল্লাহ, দফাদার আব্দুস সাত্তার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশ বৃন্দ। সংবর্ধনা শেষে আনুষ্ঠানিক ভাবে সাবেক চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন নবনির্বাচিত চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক এর কাছে দায়িত্বভার বুঝে দেন। এরপর নবানির্বাচিত চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় দেশ ও জাতির কল্যাণে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version