ফেব্রুয়ারি ২০, ২০২২
বুড়িগোয়ালিনী ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বরদের দায়িত্ব-ভার গ্রহণ
শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগরের উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব-ভার গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ ফেব্রæয়ারি) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তারা দায়িত্ব-ভার গ্রহণ করেন। সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক খালেদা আইয়ুব ডলি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্য ডালিম কুমার ঘরামী, নব-নির্বাচিত বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, সদ্য বিদায়ী চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভবতোষ কুমার মন্ডল। বক্তব্যের পূর্বে বিদায়ী চেয়ারম্যান নবগত চেয়ারম্যানের হাতে দায়িত্ব-ভার হস্তান্তর করেন। নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম বলেন, সকলের সহযোগিতায় বুড়িগোয়ালিনী ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রুপান্তর করতে চাই। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী নৌ থানার এস আই নাজমুল হক, বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফরেষ্টার নুরুল আলম, সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল খালেক মোল্যার পুত্র মশিউর রহমান (মনু), সাবেক চেয়ারম্যান মরহুম সৈয়েদ আলী গাজীর পুত্র মাস্টার শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান প্রয়াত বাবু কালিদাশ জোয়ারদারের পুত্র বাপ্পি জোয়ারদার ও সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী গাজীর পুত্র মাসুম বিল্লাহ, মসজিদের ইমাম, পুরোহিত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও হাজারোও জনসাধারণ। নব-নির্বাচিত ইউপি সদস্য গাজী আবিদ হাসান, মহাতাব সরদার, আজিজুল ইসলাম, জি, এম আব্দুর রউফ, মুকুন্দ পাইক, বিকাশ মন্ডল, শহিদুল ইসলাম আবিয়ার, মো. রবিউল ইসলাম ও স্বপন বিশ্বাস। সংরক্ষিত সদস্যা মাছুরা খাতুন, ঊমা রানী মল্লিক, ফাতেমা বেগম সহ ইউপি সচিব রিয়াজুল ইসলাম ও উদ্যোক্তা এনামুল হক প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সদস্য জিএম আব্দুর রউফ। 8,610,946 total views, 2,603 views today |
|
|
|