Site icon suprovatsatkhira.com

প্রাণিসম্পদ প্রদর্শনীতে দুগ্ধ গাভী পালনে শীর্ষ পুরস্কার পেলেন শিক্ষক

ফারুক হোসাইন রাজ, কলারোয়া : করোনা কালীন সময়ে ১৪টি দুগ্ধ গাভী পালন করে প্রাণিসম্পদ প্রদর্শনীতে শীর্ষ পুরুষ্কার পেয়েছেন সাতক্ষীরা কলারোয়ার কয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার হোসেন আলী। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় প্রাঙ্গণে “পুষ্টি মেধা দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এ ¯েøাগানকে সামনে রেখে অনুষ্ঠানটি কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজন করেন।
কালারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেনারি সার্জন সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দিয়েছেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন। উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অমল কুমার সরকার, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার আশিক বাহার প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ৫০ টি স্টল এর মধ্যে ১৫টিতে দুগ্ধ গাভী, ১২টিতে ছাগল ও ১৫টিতে হাঁস, মুরগি, পাখি এবং ৮টিতে চপার ও মিলিং মেশিন সহ গবাদি ঔষধ, গোখাদ্যের স্টল ও ঘাস প্রদর্শনীর স্টল অংশ নেয়। প্রাণিসম্পদ প্রদর্শনীর স্টলে দেশি ক্রস জাতের ৬০টি দুগ্ধ গাভী , উন্নত জাতের ৬২টি ছাগল, ৪৮ টি দেশি বিদেশি কবুতট, ৪ পা ওয়ালা কবুতর একটি ৮টি খরগোশ, ব্রয়লার মুরগি ২০টি দেশি মুরগি ১০টি সোনালী ৮ টিসহ ঔষধ স্টল ৪টি, গো-খাদ্য স্টল দুইটি, ঘাস প্রদর্শনী একটি ও অফিস সরঞ্জাম এর একটি স্টল অংশ নেয়।
আলোচনা সভা শেষে উপজেলা বিভিন্ন অঞ্চল থেকে স্টলে অংশ গ্রহণ করা ৯জন খামারিকে নগদ ২০ হজার ৫০০ টাকা ও ৪১ জনকে সান্ত¡না পুরস্কার সনদ বিতরণ করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version