ফেব্রুয়ারি ১৬, ২০২২
প্রশিক্ষিত যুবকদের কর্মসংস্থান লিংকেজ মিটিং
গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে প্রশিক্ষিত যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাকুরি প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে লিংকেজ মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রæয়ারি) সকাল ১০ টায় অক্সফ্যামের কারিগরী ও আর্থিক সহযোগিতায় সুশীলন রিকল প্রকল্পের বাস্তবায়নে এ মিটিং অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, এনজিএফ প্রতিনিধি মো. শফিউল আজম, সুশীলন প্রতিনিধি সিদ্ধার্থ মন্ডল, জাপান ফাস্ট ট্রেড লিমিটেডের মো. আসাদ, রোহান এন্টারপ্রাইজর সুকুমার জোয়ারদার, এ্যাকোয়া ম্যাক্স লিমিটেডের হিসাবরক্ষক সঞ্জয় মন্ডল, রাজিব জোয়াদ্দার ও রোহান এন্টারপ্রাইজের প্রতিনিধিবৃন্দ। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জি,এম আব্দুর রউফ, উমা রানি মল্লিক, রেনুকা রানী। প্রকল্প সমন্বয়কারী এসএম জাকির হোসেনের সঞ্চালনায় উপস্থিত যুব গ্রæপের প্রশিক্ষিত যুবরা তাদের কর্মদক্ষতা চাকুরি প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে তুলে ধরেন। চাকুরি প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের প্রতিষ্ঠানে কাজের সুযোগ সম্পর্কে সকলকে অবহিত করেন এবং অভিজ্ঞতা অনুযায়ী তারা তাদের বায়োডাটা সংগ্রহ করেন। তারা আশ্বস্ত করেন যে, তাদের প্রতিষ্ঠানে প্রশিক্ষিত বেকার যুবদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবে। লিংকেজ মিটিং টি সুন্দর ভাবে পরিচালনা ও দিক নির্দেশনায় ছিলেন সুশীলন রিকল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এস এম জাকির হোসেন। 8,611,049 total views, 2,706 views today |
|
|
|