ফেব্রুয়ারি ৯, ২০২২
নলতায় হযরত খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর বেছাল শরীফ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে শিক্ষাবিদ,শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক,সুফী-সাধক, পীরে কামেল হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর বেছাল শরীফ অনুষ্ঠিত হয়েছে। মিলাদ শরীফ ও ফাতেহা পাঠ করেন আলহাজ্জ্ব হাফেজ মোহাম্মদ শামছুল হুদা। বেছাল শরীফে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক সভাপতি আলহাজ্জ্ব সেলিমউল্লাহ, পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ্ব আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে হজরত পীর কেবলা (রঃ) বেছালের স্পর্শকাতর স্মৃতিনিয়ে আলোচনা করেন মিশন সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। এসময় সকলে বেছাল স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। অনুষ্ঠানে চার কুল শরীফ, শেজরা শরীফ পাঠ ও মোনাজাত করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মোহাম্মদ আবু সাঈদ। বেছাল শরীফে ধর্মপ্রাণ মুসলমান ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন কর্তৃপক্ষের এক জরুরি সভায় সরকারি নির্দেশনার আলোকে সার্বিক দিক বিবেচনা করে ২৬,২৭,২৮ মাঘ এবং ৯,১০,১১ ফেব্রুয়ারি বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাওয়া ৩ দিন ব্যাপী ৫৮ তম বার্ষিক ওরছ শরীফ আপাতত: স্থগিত করে। 8,612,098 total views, 3,755 views today |
|
|
|