Site icon suprovatsatkhira.com

গাবুরায় কোরআনের হাফেজ আল-আমিনের অকাল মৃত্যু

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার গাবুরা দৃষ্টিনন্দন হাফেজিয়া মাদ্রাসা থেকে গত বছরেই কোরআনের হাফেজ হয়েছিলেন আল-আমিন। তার কিছুদিন পরে ধীরে ধীরে হারিয়ে ফেলেন চোখের জ্যোতি। তার অন্ধত্বের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে সহযোগিতার হাত বাড়িয়ে দেন দেশে বিদেশের অনেকেই। চোখের জ্যোতি ফেরাতে সু-চিকিৎসা করা হয় আল-আমিনের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। গত এক সপ্তাহ আগে অতিরিক্ত জ্বর ও বমির কারণে ভর্তি করা হয় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে।

সেখানে বুধবার (০৯ ফেব্রæয়ারি) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কোরআনের হাফেজ আল-আমিন (ইন্নালিল্লাহী….. রাজিউন)। সে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের আব্দুল্ল্যাহ (খকন) গাজীর ছোট ছেলে। নিহতের পরিবার এ তথ্য নিশ্চিত করেছেন। মরহুমের জানাজা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গাবুরা শেখ বাড়ি জামে মসজিদ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে তার নিজ গ্রামে দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয়। মৃত্যুকালে মা-বাবা ভাই-বোন অসংখ্য আত্মীয় স্বজনদের রেখে গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৬ বছর। তার এ অকাল মৃত্যুতে পরিবার শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version