কেশবপুর প্রতিনিধি: বঙ্গকথা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষ্যে “কবিতায় বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় খুলনা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এসকল কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে সাংস্কৃতিক সংগঠক হিসাবে বিশেষ অবদার রাখায় সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহণ করেন কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক ও কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে।
সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ আজগর হোসেন সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক এস এম মনিরুল ইসলাম নিলুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের উপসচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ হুমায়ুন কবির, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার দেবপ্রসাদ বিশ্বাস, ছন্দ সম্রাট শাহী সবুর, জেলা সংগঠনের সভাপতি শেখ আসাদুজ্জামান মিথুন প্রমূখ। আলোচনা শেষে বঙ্গকথা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্তৃক সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে সম্মাননা স্মারক পাওয়াই তাকে শুভেচ্ছা জানিয়েছেন কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডাক্তার গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান, কেশবপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহীন,গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের সভাপতি মদন সাহা অপু, সহ সভাপতি লেখক তাপস মজুমদার, শিক্ষক সাহা বৈদ্যনাথ, রবীন্দ্র – নজরুল সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুলু প্রমূখ।