Site icon suprovatsatkhira.com

কেশবপুরে নারী উদ্যোক্তাদের মাঝে ভাতা বিতরণ

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে প্রশিক্ষণ দিয়ে ৫০ জন নারী উদ্যোক্তাকে ৩ লাখ টাকার প্রদান করা হয়েছে। তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় তাদেরকে ভাতা দেওয়া হয়। নারী উদ্যোক্তাদেরকে বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং, ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ও বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স বিষয়ের উপর দেওয়া হচ্ছে প্রশিক্ষণ।

কেশবপুর শহরের মান্নান টাওয়ারে প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান, কেশবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনু রানী, কেশবপুর পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর মনিরা খাতুন, উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মাসুদুজ্জামান প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version