Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ ভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা মঙ্গলবার (১৫ ফেব্রæয়ারী) বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিত কুমার মন্ডল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ।

এ সময় ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, কালিগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মহিউদ্দীন আহম্মেদ, রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রভাষক সৈয়দ মাহমুদুর রহমান, কালিগঞ্জ সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আল আমিন, ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা বিল্লাল হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, গণমাধ্যম কর্মী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। ২১ ফেব্রæয়ারী প্রথম প্রহরে শহীদ সোহরাওয়ার্দী পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে আনুষ্ঠানিক ভাবে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে শিক্ষার্থীদের হস্তাক্ষর, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, বেলা ১২ টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version