Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে চাঞ্চল্যকর স্কুল ছাত্রী সাহারা হত্যা মামলার তদন্তে সিআইডি

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের চাঞ্চল্যকর তৃতীয় শ্রেণির ছাত্রী সাহারা খাতুন হত্যা মামলার তদন্তে সিআইডি। বুধবার (২ ফেব্রæয়ারী) সকাল ১০ টা থেকে দিনভর সিআইডি সাতক্ষীরা জেলার অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার কাজী দাউদ হোসেন এবং উপ পরিদর্শক এনামুল হকের নেতৃত্বে একটি দল মামলার তদন্তকাজ সম্পন্ন করেন।

কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বাথুয়াডাঙ্গা গ্রামে নিহত স্কুলছাত্রী সাহারার পিতা জাহিদ হাসান, মাতা খাদিজা বেগম দাদি আনোয়ারা বেগমসহ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে ঘটনার বিষয় জানার চেষ্টা করেন তদন্তকারী দল।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার দাউদ হোসেন সাংবাদিকদের বলেন, মামলাটি সবেমাত্র হাতে পেয়েছি। স্পর্শ কাতর এ মামলাটি তদন্ত করে মূল ঘাতকদের শনাক্ত করতে সময়ের প্রয়োজন। প্রকৃত সত্য উদ্ঘাটন শেষে মূল আসামিদের গ্রেপ্তার পূর্বক আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে।
প্রসঙ্গত: কালিগঞ্জ উপজেলার বাথুয়াডাঙ্গা গ্রামের জাহিদ হাসানের শিশু কন্যা সাহারা খাতুন গত ২০২১ সালের ১৪ এপ্রিল পহেলা রমজানের দিন রহস্যজনকভাবে মৃত্যু বরণ করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version