Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জের বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে মাসব্যাপি ইনহাউজ প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে শিক্ষকদের কম্পিউটার বিষয়ে মাসব্যাপি ইনহাউজ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রæয়ারি) সকালে উপজেলার বড়শিমলা কারবাল মাধ্যমিক বিদ্যালয়ে এ বেসিক কম্পিউটার কোর্স’র (বিসিসি) উদ্বোধন করা হয়।

‘‘শিখি ও শেখায়’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান জানান, একটি দেশকে উন্নত করতে হলে প্রত্যেককে কম্পিউটার বিষয়ে দক্ষ হওয়ার কোন বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের কম্পিউটার বিষয়ে দক্ষ করে গড়তে হলে আগে শিক্ষকদেরকে কম্পিউটার বিষয়ে দক্ষ হতে হবে।

সে জন্য অত্র বিদ্যালয়ের সকল শিক্ষককে কম্পিউটার বিষয়ে দক্ষ করে গড়ার লক্ষ্যে শিক্ষকদেরকে শ্রেণির কার্যক্রমের বিরতির মধ্যে মাসব্যাপি কম্পিউটার বিষয়ে ইনহাউজ প্রশিক্ষণ শুরু করেছি।
প্রশিক্ষণে ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান ও কোর্স কো-অর্ডিনেটর সহকারী শিক্ষক (আইসিটি) রুখসানা আক্তার।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version