Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে ধান রোপণ

ফারুক হোসাইন রাজ, কলারোয়া: রবি মৌসুমে সাতক্ষীরার কলারোয়ায় কৃষিতে প্রথম প্রযুক্তির ব্যবহার করে কৃষকদের ধান চারা রোপনে সময় ও অর্থ সাশ্রয়ের লক্ষ্যে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন উদ্বোধন করেছেন প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবীর। সোমবার (৭ জানুয়ারি) সকালে উপজেলা পৌরসদরের গোপীনাথপুর মাঠের কৃষক আবু বকর আলীর জমিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৫০ বিঘা জমিতে বোরোধান সমলয় চাষাবাদের বøক প্রদর্শনির ট্রেতে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্লান্টার মেশিন এর মাধ্যমে রোপন কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, দেশে ঘর-বাড়ি রাস্তাঘাট নির্মাণ বেড়েছে ও শিল্পায়ন উন্নয়নের কাজেও জায়গা ব্যবহার হচ্ছে যে কারনে ক্রমেই কৃষি জমি কমে যাচ্ছে অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সবকিছুর সাথে তাল মিলিয়ে দেশের অর্থনৈতিক অবস্থার আরো উন্নয়ন ঘটাতে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কম জমিতে ধানসহ অন্যন্য ফসলের অধিক উৎপাদন করা যায় সেদিকে লক্ষ রেখে কৃষি বিভাগ বিভিন্ন প্রযুক্তির যন্ত্র আবিষ্কার করেছেন তারই ধারাবাহিকতায় কলারোয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলাতে প্রথম রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে ধান রোপণ কার্যক্রম শুরু করা হয়েছে। কৃষির বিপুল সম্ভাবনাময় ধান রোপণের নতুন এ প্রযুক্তি কাজে লাগিয়ে কৃষক নিজেই খুব অল্প সময়ে অল্প খরচে ধান রোপণ করতে পারবে।

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে খুলনা অঞ্চলের ডিডি কৃষিবিদ নুরুল ইসলাম বলেন, কৃষিপ্রধান এদেশের সকল মানুষ ধান রোপণ করতে পারে না কিন্তু প্রযুক্তিনির্ভর রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে যেকোনো মানুষ নিজেই তার জমিতে ধান রোপন করতে পারবে। ধানের চারা রোপনের ম্যাশিনটির বাজার মূল্য তিন লক্ষ টাকা কিন্তু কৃষি বিভাগের মাধ্যমে কৃষকেরা ক্রয় করলে সরকার ৫০% ভর্তুকি দিবেন। কৃষকেরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ক্রয়ের আবেদন করলে কৃষি বিভাগের মাধ্যমে এ মেশিনটি ক্রয় করতে পারবে।
কলারোয়া উপজেলা ল কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, উপজেলার ১৫০ বিঘা জমিতে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে বোরো ধান রোপণ কার্যক্রম শুরু হয়েছে। এক বিঘা জমিতে কামলা নিয়ে হাত দিয়ে ধান চারা রোপণ করতে প্রায় ২০০০ টাকা খরচ হয় কিন্তু রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে ৮০ টাকার ডিজেল ভরলে ৩৫ মিনিটে ১ বিঘা জমিতে ধানের চারা একজন মানুষ খুব সহজেই রোপণ করতে পারবে। রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে ১৫০ বিঘা জমিতে ধান আবাদ করতে খরচ হচ্ছে মাত্র ১২ হাজার টাকা। মেশিন ছাড়া ১৫০ বিঘা জমিতে আবাদ করলে ধান রোপণ করতেই প্রায় ৩ লক্ষাধিক টাকার মতো খরচ হতো পরীক্ষামূলক রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে চাষের শুরুতেই এবছর ১৫০ বিঘা জমিতে গোপীনাথপুর এলাকার ৬৭ জন চাষির বোরো ধানের চারা রোপণে প্রায় ২ লক্ষ ৮৮ হাজার টাকার মতো সাশ্রয় হবে। ৬৭ জন চাষির মাঝে সাড়ে ৪ টন ইউরিয়া, সাড়ে ৩টন টিএসপি ও ২.৫ টন পটাশ সার বিনামূল্যে দেয়া হয়েছে। উপজেলায় এবছর ১২ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। ধান কাটাসহ ঝড়-বৃষ্টি বা বøাস্ট রোগ থেকেও এমন পদ্ধতিতে ধান রোপণ করলে অনেক সুবিধা পাওয়া যায়।

কৃষক আবুবক্কার বলেন, বৃদ্ধ বয়সে এসে জীবনের প্রথম মেশিনের মাধ্যমে কৃষি বিভাগের মাধ্যমে ধান চারা রোপণ করতে পেরেছি। অন্য সময় এক বিঘা জমিতে ধান রোপণ করতে প্রায় দুই হাজার থেকে পঁচিশ শত টাকা খরচ হয়ে যেত। কিন্তু মেশিনের মাধ্যমে মাত্র ৮০ টাকা খরচে ১ বিঘা জমিতে খুব সহজেই ধান রোপণ করতে পেরে আনন্দিত। এজন্য তিনি কৃষি বিভাগ ও কৃষি মন্ত্রী সহ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

উদ্বোধনি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী, জেলা কৃষি প্রকৌশলী হারুন-অর-রশিদ, কলারোয়া পৌসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেন, গোপীনাথপুর এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবির হোসেনসহ কলারোয়া পৌরসভার কাউন্সিলার কৃষি অধিদপ্তরের কৃষিবিদ সহ কৃষক-কৃষাণী রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের মানুষ প্রমূখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version