জালালাবাদ(কলারোয়া)প্রতিনিধি: রবিবার কলারোয়ায় বিট পুলিশিং বিষয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া থানার সোনাবাড়ীয়া বিট পুলিশ এর বিট অফিসার এস,আই আশিক রায়হান ও এস,আই আবু তালেবের তত্ত¡াবধানে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান। সমাবেশে বিট পুলিশিং এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের হলরুমে বিকাল ৪ টার সময় সোনাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বেনজির হেলালের সভাপতিত্বে ও কলারোয়া থানার এস,আই রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, পুলিশ পরিদর্শক(তদন্ত) হাফিজুর রহমান, কলারোয়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি ওয়াদুদ ঢালী, সোনাবাড়ীয়া ইউনিয়নের পুলিশিং কমিটির সভাপতি সিদ্ধেশ^র চক্রবর্তী। এ সময় আরও উপস্থিত ছিলেন কলারোয়া থানার সেকেন্ড অফিসার এস,আই জসিমউদ্দিন, এস,আই সোহারাব হোসেন, এস,আই রঞ্জন কুমারসহ থানার অফিসার ও পুলিশ সদস্য এবং ইউনিয়নের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মানুষকে সহযোগিতা করতে পুলিশ সদা প্রস্তুত রয়েছে। মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছিয়ে দেওয়ার জন্যই এই বিট পুলিশিং। পুলিশ এখন অনেক পরিবর্তন হয়েছে উল্লেখ করে তিনি বলেন কোন পুলিশ অপরাধের সাথে জড়িয়ে পড়লে পুলিশকে ছাড় দেওয়া হবেনা। পুলিশ সব সময় জনগনের বন্ধু হিসেবে কাজ করবে। এই জন্য তিনি পুেিলেশর সকল কাজে সকলের সহযোগীতা কামনা করেন।