ফেব্রুয়ারি ৮, ২০২২
কলারোয়ায় টিসিসি কাপ টি-২০ ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন
রেজওয়ান উল্লাহ, জালালাবাদ (কলারোয়া) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজনে ৮ দলীয় ৫ম টিসিসি কাপ টি-২০ ক্রিকেট টূর্ণামেন্টের ২০২২ উদ্বোধন করা হয়। সরকারি জি কে এম কে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ৮(ফেব্রয়ারী) মঙ্গলবার সকাল ১১টায় উক্ত টূর্ণামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি বনাম যশোর ওয়ারিয়ার্স। সুন্দরবন ক্রিকেট একাডেমির অধিনায়ক স্বপন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। যশোর ওয়ারিয়ার্স এর অধিনায়ক মোস্তাইন বিল্লাহ কে ব্যাটিং আমন্ত্রণ জানান। যশোর ওয়ারিয়ার্স এর সবকয়টি উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে। দলের পক্ষে বারিকুল ২১(২২), ও ১৫(৯) রান করেন। সুন্দরবন ক্রিকেট একাডেমির পক্ষে নাবিদ ও রাসেল ৩ টি করে উইকেট সংগ্রহ করে। জবাবে সাতক্ষীরা ১০.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষে ১০২ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায়। সাতক্ষীরার পক্ষে শাহাজান অপারিজত ৫৩ (২৬) ও আবির ৪৫(২৯) রান করেন।! যশোরের পক্ষে সাইফুল ১ টি উইকেট লাভ করেন। সকালে টূর্ণামেন্টের উদ্বোধন করেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃশফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন কলারোয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক এডভোকেট শেখ কামাল রেজা, রিপোর্টার্স ক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক পত্রিকার কলারোয়া সংবাদদাতা আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি ( একাংশ) মোঃ মোসলেম উদ্দিন, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি ( একাংশ) শিক্ষক দীপক শেঠ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, শেখ রাশেদুল হাসান কামরুল, এম এ সাজেদ, সাংবাদিক আনোয়ার হোসেন, কলারোয়া গার্লস পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব ও কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমীন, কলারোয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, তুলসী ডাঙ্গা ক্রিকেট ক্লাবের সাবেক খেলোয়াড় মোঃমাসুদ হোসেন, সাতক্ষীরা জেলা রেফারি অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মিয়া ফারুক হোসেন স্বপন সহ অসংখ্য দর্শক। আম্পায়ার হিসেবে ছিলেন মাসউদ পারভেজ মিলন ও সাজু হালদার। অফিশিয়ালস স্কোরার পার্থ ঘোষ। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন সহঃ অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন ও মাস্টার শেখ শাহাজান আলী শাহিন। আগামীকাল বুধবার প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করবে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব বনাম পারুলিয়া ক্রিকেট একাডেমি। 8,589,548 total views, 6,234 views today |
|
|
|