ফেব্রুয়ারি ৫, ২০২২
আশাশুনির কোলা গ্রামের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার শুরু
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে প্রতাপনগর ইউনিয়নের কোলা গ্রামের ১২০ মিটার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার কাজের উদ্বোধন করেছেন অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক (এম পি)। শুক্রবার সকালে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরী ভিত্তিতে বরাদ্দকৃত এ কাজের উদ্বোধন করেন। শ্রীউলা ইউনিয়ন সংলগ্ন কোলা গ্রামের নাজির আলমের বাড়ি থেকে আব্দুর রউফ সরদারের বাড়ি পর্যন্ত চরম ঝুঁকিতে থাকা ১২০ মিটার বেড়িবাঁধ জরুরী ভিত্তিতে সংস্কার কাজের উদ্বোধন কালে তিনি বলেন. প্রতাপনগর, শ্রীউলা, আশাশুনি সহ উপজেলার ক্ষতিগ্রস্ত সব বেড়িবাঁধ সংস্কারের কাজ অতিদ্রæত সম্পন্ন করা হবে। বর্ষা মৌসুমের আগেই আমরা শত ভাগ কাজ শেষ দেখতে চাই। ভঙ্গুর বেড়িবাঁধ নিয়ে উপজেলাবাসীর আর কোন চিন্তা থাকবে না। দক্ষিণাঞ্চলে বর্তমান সরকারের উন্নয়নকে টেঁকসই করতে হলে উপক‚লীয় এলাকার সমস্ত বেড়িবাঁধ অবিলম্বে সংস্কার প্রয়োজন। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। শ্রীউলা ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দিপু, প্রতাপনগরের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আল. আবু দাউদ ঢালী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোষিকে কাইফু, মাও. আব্দুর রউফ, যুবলীগ নেতা আলাউদ্দিন লাকি সহ স্থানীয় নব নির্বাচিত ইউপি সদস্য বৃন্দ। 8,629,405 total views, 8,955 views today |
|
|
|