সমীর রায়, আশাশুনি : পাখির প্রতি ভালোবাসা ও জীববৈচিতত্র্য রক্ষায় আশাশুনির মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্ককে পাখিদের অভয়াশ্রম হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার দুপুরে আশাশুনির মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্কে সাতক্ষীরার ‘আমরা বন্ধু’ সংগঠনের উদ্যোগে কেওড়া গাছে মাটির ভাঁড় ও কলস বেঁধে পাখির বাসস্থান নিশ্চিত করে এ অভয়াশ্রমের উদ্বোধন করেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল হুসেইন খাঁন।
তিনি বলেন, পাখি আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। এখন প্রাকৃতিক বনাঞ্চলেও জনবসতি গড়ে ওঠায় পাখিদের আবাসস্থল কমছে। বিলুপ্ত হয়েছে অনেক জাতের পাখি। জলবায়ু ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাখিদের অবদান অনেক। সেই চিন্তা থেকে আশাশুনির এ পার্কে পাখির অভয়ারণ্য গড়া হচ্ছে। প্রথমে ১শ মাটির কলস ও ভাঁড় বাঁধা হচ্ছে। পরে ধাপে ধাপে ১ হাজার কলস ও ভাঁড় গাছে বাঁধা হবে।
এসময় আশাশুনিতে সদ্য যোগদানকৃত নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়ানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, পিআইও মো: সোহাগ খাঁন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সাতক্ষীরা জেলার আমরা বন্ধু সংগঠনের প্রতিষ্ঠাতা এসএম নাহিদ হাসান, সংগঠনের সদস্য কাজী আসাদ, ফাহাদ হসেন আব্দুল কাদের, আহসানুল্লাহ শাহরুল হোসেন উপস্থিত ছিলেন।