Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে ৭ কলেজে এইচএসসিতে ১৮১৪ শিক্ষার্থীর মধ্যে এ+ ৩৫০, পাশের হার ৯৮.২৯%

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির ৯ কলেজের মধ্যে ৭টির এইচএসসি’র প্রাপ্ত ফলাফলে ৭ কলেজে মোট ১৮১৪ পরীক্ষার্থীর মধ্যে ১৭৮৩ জন কৃতকার্য হয়েছে। সর্বমোট এ+ পেয়েছে ৩৫০ জন। পাশের হার ৯৮.২৯%। কলেজ ওয়ারী ফলাফলে আশাশুনি সরকারি কলেজে মোট ৪০৭ পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৪০১ জন। এ+ ৮৬। বিএম শাখায় ১৫২ জনের সবাই কৃতকার্য হয়েছে।

আশাশুনি মহিলা কলেজে ৬৯ পরীক্ষার্থীর মধ্যে ২ জন অনুপস্থিত ছিল। কৃতকার্য হয়েছে ৬৭ জন। এ+ ১৩, এ ৩২, এ- ১৭, সি ৯ জন। বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলে ১৪৪ জন পরীক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছে। এ+ ১৭, এ ১০৩, এ- ২৪ জন। বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলে ২৪৫ জন পরীক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছে। এ+ ১৬ জন।

দরগাহপুর এসকেআরএইচ কলেজিয়েট স্কুলে ৫১১ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য ৫০৬ জন। এ+ ১৫২, এ ৩০৪, এ- ৩৭, বি ১২, সি ১ জন। গদাইপুর মৌলবী আব্দুল লতিফ কলেজে ১৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই কৃতকার্য হয়েছে। এ+ ৭, এ ৯৯, এ- ৩৭, বি ৫, সি ১। বদরতলা হাজী জালাল উদ্দিন আদর্শ কলেজে ৯০ পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। এ+ ১৭, এ ৫২, এ- ১১, বি ৮ ও সি ২ জন। এরিপোর্ট লেখা পর্যন্ত প্রতাপনগর ও বুধহাটা মহিলা কলেজের ফলাফল পাওয়া যায়নি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version