Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে সাংবাদিক নুরুল ইসলাম কে প্রাণনাশের হুমকি থানায় জিডি

আহসান উল্লাহ বাবলু আশাশুনি প্রতিনিধি ঃআশাশুনির খাজরার পল্লীতে আশাশুনি রিপোটার্স ক্লাবের সদস্য, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা ও সাপ্তাহিক জনতার মিছিল পত্রিকার খাজরা প্রতিনিধি নুরুল ইসলামকে শারীরিক লাঞ্চনা ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে ভুক্তভোগী সাংবাদিক আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরী করেছে।

সোমবার(২১ ফেব্রুয়ারী) সকালে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ৫৮ নং খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রকাশ্যে দিবালোকে কর্মরত শ্রমিকদের সামনে এ শারীরিক লাঞ্চনা ও প্রাণনাশের হুমকির ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। পরে খালিয়া গ্রামের আব্দুর রাজ্জাক সানার পুত্র সাংবাদিক ও খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য নুরুল ইসলাম বাদী হয়ে একই গ্রামের শফিকুল সানার পুত্র মাদকাক্ত,বিভিন্ন মামলার আসামী সোহেল রানাকে বিবাদী করে একটি আশাশুনি থানায় সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং-৮৫০।

এবিষয়ে সাংবাদিক নুরুল ইসলাম জানান,আমি সকালে বিদ্যালয়ের অফিস সহায়ক জাকারিয়া ইসলামকে সাথে নিয়ে বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজের খোজ খবর নিচ্ছিলাম। ভবন নির্মাণের শ্রমিক ও খালিয়া গ্রামের সোহেল রানা বিদ্যালয়ের অপর প্রান্তে গল্প করছিল। বিনা উস্কানিতে সোহেল ভুক্তভোগী সাংবাদিক —সাংবাদিক বলে কুটসা করে। এসময় সাংবাদিক মৌখিক প্রতিবাদ করলে মাদসাক্ত সোহেল পাশে রাখা লোহার রড নিয়ে আমাকে মারতে আসে। এবং পরে খবর আছে বলে বাড়িতে চলে যায়। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এর সঠিক বিচার চাই।

স্থানীয় বাসিন্দা শামিম রেজা জানান,আজ সকালে সাংবাদিক নুরুল ইসলামকে মারতে আসার বিষয়ে শুনেছি। পরে আমরা গ্রামবাসী ও স্থানীয় গ্রাম পুলিশ মিজানুরকে নিয়ে আমরা সোহেলের বাড়িতে বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করেন। আমরা গ্রামবাসী এর সঠিক বিচার চাই।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version