Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে শীতকালীন ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে বুধহাটা কলেজিয়েট চ্যাম্পিয়ন

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে ৫০ তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্রিকেটের ফাইনাল খেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস, ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

ফাইনালে সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ও বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল মুখোমুখি হয়। টসে জিতে সরাপপুর স্কুল ৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ৪৪ রান সংগ্রহ করে।
জবাবে বুধহাটা স্কুল ৫.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অফ দা ম্যাচ হয়েছে বিজয়ী দলের তুষার।

খেলা পরিচালনা করেন শিক্ষক আলমগীর কবির, আরিফ বিল্লাহ, আসাদুল হক ও আনিসুর রহমান।
এর আগে ২য় সেমিফাইনালে ও আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মুখোমুখি হয়।
খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বুধহাটা স্কুল নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করে।
জবাবে আশাশুনি স্কুল ১০ ওভারে ৫ উইকেটে ৭৮ রান করে ৪ রানে পরাজিত হয়। আজ সোমবার একই মাঠে অ্যাথলেটিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version