Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে অগ্নিকান্ডের প্রতিকার ও প্রতিরোধ বিষয়ক মৌলিক প্রশিক্ষণ ও মহড়া

এস এম শরিফ, বড়দল প্রতিনিধি : আশাশুনিতে অগ্নিকান্ডের প্রতিকার ও প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা, মৌলিক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার বড়দল ইউনিয়নের বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের মাঠে এ প্রশিক্ষণের আয়োজন করে আশাশুনি ফায়ার সার্ভিস ডিফেন্স।
প্রশিক্ষণ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজিয়েট স্কুলের সহকারি প্রধান শিক্ষক তরুণ কান্তি সানা। যুবলীগ নেতা না মনিরুজ্জামান টিটুর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি ফায়ার সার্ভিস ডিফেন্স এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম মোড়ল, ধর্মীয় নেতা নব গোস্বামী, সাংবাদিক এস এম শরিফ।
আলোচনা সভা শেষে মৌলিক প্রশিক্ষণ ও মহড়ায় অংশ গ্রহণ করেন ইউনিয়ন সিপিপি কর্মীসহ স্থানীয় নারী-পুরুষ। প্রশিক্ষণ ও মহড়ায় নেতৃত্ব দেন আশাশুনি ফায়ার সার্ভিস ডিফেন্স এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম মোড়ল। তিনি বলেন অগ্নিকাÐের প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে গ্রামের সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে আমরা উপজেলা ব্যাপী মৌলিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আগামী বুধবার কাদাকাটি ইউনিয়নের কাদাকাটি বাজারে অনুরূপ প্রশিক্ষণ প্রদান করা হবে। এসময় উপস্থিত ছিলেন শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় দাশ, যুবলীগ নেতা মনিরুজ্জামান ডালিম, ছাত্রলীগের সভাপতি আবু রায়হান সুমন প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version