ফেব্রুয়ারি ৭, ২০২২
হিংস্র বাঘের সাথে যুদ্ধ করে ফিরে এলো আবু হায়াত
সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ট্যাংরাখালি গ্রামের আবু হায়াত (৫০) সুন্দরবনের বাঘের সাথে লড়াই করে জীবন নিয়ে ফিরে এসেছেন। তথ্যসূত্র জানা যায়, কৈখালী ফরেষ্ট ষ্টেশন থেকে বৈধ পাস নিয়ে গতকাল ২৯শে জানুয়ারি (শনিবার) পশ্চিম সুন্দরবনের গহিনে মাছ ধরতে যায় আবু হায়াতসহ মীরগাং গ্রামের কেরামত সানার ছেলে বাবলু সানা ও আরশাদ গাজীর ছেলে নুর ইসলাম গাজী।দাইরগাং বড় খাল নামক স্থান থেকে মাছ ধরা অবস্থায় এ ঘটনা ঘটে বলে জানান সহযোগী বাবলু সানা। অপর সহযোগী নুর ইসলাম বলেন, সুন্দরবনের পারে মাছ ধরার সময় আবু হায়াতের উপর ঝাঁপিয়ে পড়ে বাঘটি। বাঘের এই অতর্কিত আক্রমণে আমরা চিৎকার দিতে থাকি এবং হাতে থাকা বৈঠা নিয়ে বাঘের উপর আঘাত করে তখন বাঘটি আবু হায়াতকে রেখে পালিয়ে যায়। কৈখালী স্টেশন কর্মকর্তা হারুন আর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আবু হায়াত নামে এক ব্যক্তিকে বাঘে ধরেছে। তার সহযোগীরা তাকে ছাড়িয়ে নিয়ে এসেছে বর্তমানে উন্নত চিকিৎসার জন্য বাইরে আছে বলে জানতে পেরেছি। 8,613,570 total views, 5,227 views today |
|
|
|