Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় প্রাণিসম্পদ প্রদর্শনী’র উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: “পুষ্টি মেধা, দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ এর উদ্বোধন হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পাদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্থায়নে বুধবার সকালে জেলা প্রণিসম্পদ অধিদপ্তর কার্যালয় চত্বরে উক্ত প্রদর্শনীর উদ্বোধন করেন, প্রধান অতিথি সাতক্ষীরার জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির।

সদর উপজেলা নির্বাহী কমকর্তা ফতেমা তুজ জোহরার সভাপতিত্বে প্রদর্শনি অনুষ্ঠানে আরো উপ¯ি’ত ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার এ বি এম আব্দুর রউফ, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা কৃষিবিদ নাজমুস সাকিব, প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মহসিন বিল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, প্রাণিসম্পদের খামার পরিবার ও দেশের আমিষের ঘাটতি পূরণ করে। পাশাপাশি গৃহিনী, বেকার, অবসরপ্রাপ্তরা বাড়ির আঙ্গিনায় স্বল্প পরিসরে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন করে পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি আয় করতে পারে। দেশের অর্থনীতির উন্নয়নে অংশগ্রহণ করতে পারে। দেশে প্রাণি সম্পদ পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের যুবকরা অর্থনীতিতে ভূমিকা রেখে চলেছে। একারনে বেকারত্ব দূরীকরণে জেলা প্রশাসক সবসময় খামারীদের পাশে থাকবে। প্রদর্শনীতে এ সময় ৩৫ টি স্টল অংশ নেয় ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version