ফেব্রুয়ারি ১০, ২০২২
শ্যামনগরে এলজিইডির মানববন্ধন
শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবিতে এলজিইডির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রæয়ারি) বিকাল ৫টায় শ্যামনগর উপজেলা এলজিইডি চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অযৌক্তিক আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, গত ১৮ই জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের স্বাক্ষরিত চিঠিতে সরকারের উন্নয়ন প্রকল্পসমূহ মাঠ পর্যায়ে সঠিক ভাবে বাস্তবায়নের লক্ষে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিত করণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনকে সম্পৃক্ত করতে অনুরোধ করেছেন। যার স্মারক নং ০৫.০০.০০০০.১৪১.৯৯.০০১.২১.০৩। জেলা প্রশাসকগণকে এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ বাতিল করে পূর্বের অবস্থা বজায় রাখার আহŸান জানানো হয় মানববন্ধনে। উক্ত মানববন্ধনে শ্যামনগর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী কেএম শহিদুল ইসলাম, আব্দুল্যাহ আল মামুন, রফিকুল ইসলাম, উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি শেখ জাবের হোসেন, সেক্রেটারি স ম আব্দুস সাত্তার, সাবেক সভাপতি আলহাজ্ব আবুল বাসার, ঠিকাদার মো. রফিক, নুরুজ্জামান টুটুল, আব্দুস সাত্তারসহ প্রকৌশলী অফিস ও ঠিকাদার কল্যাণ সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 8,613,556 total views, 5,213 views today |
|
|
|