Site icon suprovatsatkhira.com

মুন্সিগঞ্জ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দের দায়িত্ব গ্রহণ

শ্যামনগর উপজেলা : শ্যামনগরের ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ ফেব্রæয়ারি) সকাল ১১টায় বনশ্রী শিক্ষা নিকেতন মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস.এম মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস এম আতাউল হক দোলন।

বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্য বাবু ডালিম কুমার ঘরামী, জেলা পরিষদের সদস্যা শিল্পী রাণী মৃধা, মুন্সিগঞ্জের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, নব-নির্বাচিত চেয়ারম্যান অসীম কুমার মৃধা, কবি চারু চন্দ্র মন্ডল, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস.এম আবু কওছার, নব তারুন মন্ডল, উৎপল কুমার জোয়ার্দার, বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম প্রমুখ। বক্তাগণ তাদের বক্তব্যে ন্যায় বিচার, সুষ্ঠু বন্টন, জন্ম নিবন্ধন ও নাগরিকতা সনদে কোন মানুষ হয়রানি না হয় তার জন্যে সুপারিশ করেন। প্রধান অতিথির উপস্থিতিতে সদ্য বিদয়ী চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়ল নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু অসীম কুমার মৃধার হাতে ক্ষমতা হস্তান্তর করেন। ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মসজিদের ইমাম, পুরোহিত, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও অত্র ইউনিয়নের হাজার হাজার জনসাধারন সহ নব-নির্বাচিত ইউপি সদস্যগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম ও তুলি রানী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version