ফেব্রুয়ারি ৩, ২০২২
বাল্যবিবাহ প্রতিরোধ স্বপ্ন ঘোষকে তালা উপজেলা প্রশাসনের সম্মাননা
তালা প্রতিনিধি: বাল্যবিবাহ প্রতিরোধে সহায়তা করায় তালার জালালপুর কিশোর কিশোরী ক্লাবের সদস্য স্বপ্ন ঘোষকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মানিত করা হয়েছে। তালা উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহারের উদ্যোগে, উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস স্বপ্ন ঘোষকে সম্মানিত করেন। বৃহস্পতিবার (৩ ফেব্রæয়ারী) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে স্বপ্ন ঘোষের হাতে বিশেষ উপহার তুলে দেবার সময় উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার সহ সরকারি কর্মকর্তা এবং কিশোর- কিশোরী ক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অধিনে উপজেলার সকল ইউনিয়নে কিশোরী-কিশোরী ক্লাবের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই সংগঠনের সদস্যরা বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন হচ্ছে এবং অন্যদের সচেতন করছে। গত ২৮ জানুয়ারি তালার উত্তর জেঠুয়া গ্রামে ৮ম শ্রেণির ছাত্রী শিশু বিথি আক্তারের সাথে একই গ্রামের আসমত ফকিরের ছেলে পূর্ব বিবাহিত মিঠুন ফকিরের বিয়ের খবর পেয়ে জালালপুর ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের সদস্য স্বপ্ন ঘোষ সেখানে যান এবং বাল্যবিবাহ প্রতিরোধ করেন। 8,589,519 total views, 6,205 views today |
|
|
|