তালা প্রতিনিধি : তালায় মৃৎ ও টেরাকোটাশিল্পীদের নিয়ে এক সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড ব্যাংক গ্রæপের সহযোগিতায় সোমবার (১৪ ফেব্রæয়ারি) বেলা ১১টায় সাসের ট্রেনিং সেন্টারে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বিসিক এর ডেপুটি ম্যানেজার মো. গোলাম সাকলাইন, তালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, সাস পরিচালক শেখ ইমান আলী এবং উন্নয়ন প্রচেষ্টার প্রজেক্ট ম্যানেজার শাহনেওয়াজ কবির শাওন প্রমুখ। উক্ত কর্মশালায় সাতক্ষীরা, খুলনা ও যশোর অঞ্চলের ৩০ জন মৃৎ ও টেরাকোটাশিল্পী অংশগ্রহণ করেন।
তালায় মৃৎশিল্পীদের নিয়ে কর্মশালা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/