ফেব্রুয়ারি ১৮, ২০২২
জাতীয় শ্রমিক লীগ তালা উপজেলা শাখার আহ্বায়ক জব্বার, যুগ্ম আহ্বায়ক সেলিম ও সদস্য সচিব ডানলপ
সাতক্ষীরায় জাতীয় শ্রমিকলীগ তালা উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে তালা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে জাতীয় শ্রমিকলীগ তালা উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল জব্বার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জি.এম শফিউর রহমান ডানলাপের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু। জাতীয় শ্রমিকলীগ তালা উপজেলা শাখার বর্ধিত সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মো. আব্দুল জব্বারকে আহŸায়ক, মো. আব্দুস সেলিমকে যুগ্ম আহŸায়ক ও জি.এম শফিউর রহমান ডানলপকে সদস্য সচিব করে ৩৭ সদস্য বিশিষ্ট তালা উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু। বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্মœ সাধারণ সম্পাদক শেখ শাহঙ্গীর হোসেন শাহিন, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা চেয়ারম্যান ও তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনদ কুমার প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি জোহর আলী, সাধরণ সম্পাদক মো. রমজান আলী, জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার প্রচার সম্পদক মো. সাইফুল ইসলাম, জাতীয় শ্রমিক তালা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পদক মো. সেলিম হোসেন, জালালপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, তেঁতুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হামিদুল ইসলাম, খেশরা ইউনিয়ন শ্রমিক লীগের সাধরণ সম্পদক আব্দুল মজিদ, ইসলাম কাটি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি দেবেন্দ্র নাথ প্রমুখ। বর্ধিত সভায় বক্তারা বলেন, ‘সাতক্ষীরায় একটি কুচক্রী মহল আমাদের শ্রমিক লীগকে আলাদা করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা চালাচ্ছে। আমরা এক থাকলে তারা আমাদের কিছু করতে পারবেনা। কোথা থেকে ভুয়া কাগজপত্র এনে কয়েকজন নিজেদেরকে শ্রমিক লীগের নেতা দাবী করছে। তারা জেলা আওয়ামী লীগের সদস্যই না। তাদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে। আগামীতে জেলা সম্মেলনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে এক সাথে কাজ করার আহবান জানান বক্তারা।’ এসময় জাতীয় শ্রমিক লীগের বিভিন্ন ট্রেড ও বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। (প্রেস- বিজ্ঞপ্তি)। 8,588,340 total views, 5,026 views today |
|
|
|