Site icon suprovatsatkhira.com

গাবুরায় ফের নির্বাচনে দুই মেম্বার প্রার্থী

আল-হুদা মালী, গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি: গত ২৬ ডিসেম্বরে শ্যামনগরের গাবুরা ইউনিয়নের জেলিয়াখালী কেন্দ্রে ৩নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থীর প্রতীকে সমপরিমাণ ভোট পড়ে। ফলে সেখানে আবারও ভোট গ্রহণের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। তবে ভোটাররা শুধুমাত্র দুই মেম্বার প্রার্থীকে ভোট দিতে পারবেন। এই ওয়ার্ডে পুনরায় ভোটগ্রহণের ঘোষণা দেয়া হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। রবিবার দিন ভোট গ্রহণের সরঞ্জাম গাবুরা ৫১নং জেলিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পাঠানো হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৬শে ডিসেম্বর শ্যামনগর উপজেলার ৯টি ইউনিয়নে ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেদিন গাবুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোঃ ছাত্তার গাজী, মোঃ ছরোয়ার গাজী, মহাদেব সরকার, নবীন মন্ডল, পীযুষ মৃধা।

ভোট গণনায় দেখা যায়, মেম্বার প্রার্থী সৌভিক কুমার (গোবিন্দ) টিউবওয়েল প্রতীক ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ শহিদুল্যাহ গাজী সিলিং ফ্যান প্রতীকে সমপরিমাণ ৩০১ ভোট পড়েছে। ফলে এই কেন্দ্রে সদস্যপদে কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। এরপর ওই দুই প্রার্থীর মধ্যে পুনরায় ভোটের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম জানান, গাবুরা ৫১নং জেলিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই দুই প্রার্থীর অংশগ্রহণে নির্বাচন হবে। এছাড়াও নির্বাচনি এলাকায় সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version