ফেব্রুয়ারি ১২, ২০২২
গাবুরায় টিউবওয়েলের পানিতে জ্বলছে আগুন
আল-হুদা মালী, গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামে নতুন স্থাপনকৃত একটি গভীর টিউবওয়েলের পানিতে আগুন দিলেই তা জ¦লে উঠছে। টিউবওয়েলের পানিতে আগুন জ¦লার এ দৃশ্য দেখতে বিভিন্ন এলাকা থেকে ভীড় জমাচ্ছেন উৎসুক জনতা। শনিবার (১২ ফেব্রæয়ারি) সকালে টিউবওয়েলের পানিতে প্রথম আগুন জ্বালান স্থানীয় কয়েকজন ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বীপ ইউনিয়ন গাবুরার পার্শে¦মারী এলাকায় সুপেয় পানির সংকট নিরসনে পাশের্^মারী জামে মসজিদের পাশে ১২৪০ ফুট একটি গভীর টিউবওয়েল বসানোর কাজ চলছিলো বিগত কয়েকদিন ধরে। শনিবার সকালে টিউবওয়েল বসানোর কাজ শেষ হলে পরীক্ষামূলক পানি উত্তোলন করা হয়। এ সময় পানিতে গ্যাসের গন্ধ উপলব্ধি হলে ওই টিউবওয়েলের পানির সংস্পর্শে দিয়াশলায়ের আগুন নিলেই পানিতে মুহুর্তে আগুন জ¦লতে শুরু করে। এ বিষয়ে ওই এলাকার নব নির্বাচিত মেম্বার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি জানাজানি হওয়ায় আশপাশের গ্রামের অনেক লোক বিষয়টি দেখার জন্য ভিড় করছেন। কালিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা অর্ঘ্য দেবনাথ জানান, টিউবওয়েলের পানি ও গ্যাস একসঙ্গে বের হওয়ায় এই পানি ব্যবহার করা ঠিক হবে না। সেই কারণে টিউবওয়েলে পানি ব্যবহার করা বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। 8,613,599 total views, 5,256 views today |
|
|
|