ফেব্রুয়ারি ১০, ২০২২
কালিগঞ্জে আলুর খেত থেকে হাঁস তাড়িয়ে দেওয়ায় বৃদ্ধাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: থানায় মামলা
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে আলুর খেত থেকে হাঁস তাড়িয়ে দেওয়ায় কদবানু বিবি (৬০) নামে এক বৃদ্ধাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ৮ ফেব্রæয়ারি সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামে। ভুক্তভোগী বৃদ্ধা পানিয়া গ্রামের আব্দুর রহমান শিকারীর স্ত্রী। ভুক্তভোগী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পানিয়া গ্রামের শাহাদাৎ হোসেনের সাথে একই গ্রামের ইসমাইল গাজীর ছেলে কহিনুর গাজী’র (৪৫) দীর্ঘদিন যাবত জমি-জমা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। গত ৮ ফেব্রæয়ারি সকাল সাড়ে ১০ টার দিকে কহিনুর গাজীর পোষা রাজা হাঁস ভুক্তভোগী শাহাদাৎ’র আলুর খেতের মধ্যে প্রবেশ করে ফসলের ক্ষতিসাধন করছিলো। ওই সময়ে শাহাদাৎ হোসেনের মা বৃদ্ধা কদবানু বিবি ফসলের খেত থেকে হাঁস তাড়িয়ে দেয়। যার সূত্রধরে কহিনুর গং দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে বে-আইনি জনতায় দলবন্ধ হয়ে শাহাদাৎ হোসেনের বাড়ির মধ্যে প্রবেশ করে তার মা কদবানু বিবিকে দড়ি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। কহিনুর গংয়ের নির্যাতনে ভুক্তভোগী কদবানুর মুখের সামনের চারটি দাঁত ভেঙ্গে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। এছাড়া তার দেহের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে। বর্তমানে কদবানু কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সিয়াবুল ইসলাম বলেন, এঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। 8,615,220 total views, 6,877 views today |
|
|
|