জালালাবাদ (কলারোয়া) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় মুদি দোকান ভাংচুর করে নগদ টাকাসহ মালামাল লুট করে নেয়ার অভিযোগ উঠেছে আমিনুর রহমান নামের এক ঘর জামাইয়ের ব্যক্তির বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসী গ্রামের মোসলেম মোড়লের ছেলে মারুফ মোড়ল জানান-তার হেলাতলা ইউনিয়ন পরিষদের সামনে .০০৪২ একর জমি ক্রয় করে দুই সাটার বিশিষ্ট একটি মুদি দোকান দিয়ে দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসছেন।
সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বানের দিন রাতে খলসী গ্রামের মৃত আবুল কাশেম এর জামাই আমিনুল রহমান মুদি দোকান ভেঙ্গে নগদ টাকাসহ দোকানের সকল মালামাল লুট করে নেয়। ওই রাতে সে দোকানের মধ্য মালামাল তুলে ব্যবসা শুরু করে। এনিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হলেও আমিনুর কোন দিন ইউনিয়ন পরিষদে আসেননি। পরে ন্যায় বিচার পাওয়ার জন্য জেলা পুলিশ সুপারের দপ্তরে একটি অভিযোগ দেয়া হয়। সর্বশেষ কলারোয়া থানায় বিষয়টি অবগতি করে একটি অভিযোগ দেয়া হয়েছে। কলারোয়া থানার এসআই শাহাজাহান কবির অভিযোগ পেয়ে ঘটনা স্থান পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত মারুফ মোড়ল ন্যায় ও বিচারের দাবীতে কলারোয়া থানা পুলিশ ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।