জানুয়ারি ২৪, ২০২২
কেশবপুরে মানব পাচার প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত
একে আজাদ ইকতিয়ার,কেশবপুর: কেশবপুরে সোমবার দুপুরে মানব পাচার প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থা ও মিডিয়ার ভ‚মিকা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শহরের পরিত্রাণের সভাকক্ষে রাইটস যশোর ও ঢাকা আহছানিয়া মিশনের বাস্তবায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের সহযোগীতায় ওই সংলাপ অনুষ্ঠিত হয়। কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আশ্বাস প্রকল্পের সংলাপে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মুহা. আলমগীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, রাইটস যশোরের প্রোগ্রাম ডিরেক্টর প্রদীপ দত্ত, সমন্বয়কারী বাদশা মিয়া, ঢাকা আহছানিয়া মিশনের মনিটরিং কর্মকর্তা নবনীতা সাহা, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, সাবেক সাধারণ স¤পাদক মোতাহার হোসাইন, যুগ্ম সাধারণ স¤পাদক উৎপল দে, কেশবপুর থানার উপপরিদর্শক অরুপ 8,560,675 total views, 11,281 views today |
|
|
|