জানুয়ারি ২৫, ২০২২
কেশবপুরে মহাকবির ১৯৮তম জন্মবার্ষিকী পালিত
একে আজাদ ইকতিয়ার, কেশবপুর: কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর আবক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ ও ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। এরপরে মধুকবির জীবনীসহ তাঁর সাহিত্যের উপর ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকালে যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সাগরদাঁড়ির মধুপল্লীতে স্থাপিত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের আবক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, সহকারী কমিশনার (ভ‚মি) মো. আরিফুজ্জামান, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন, সাগরদাঁরির মধুপল্লীর কাস্টডিয়ান আইরিন পারভীন প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। ভার্চুয়াল আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, কবি ও মধুসূদন গবেষক কবি খসরু পারভেজ, যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রভাষক কানাই লাল ভট্টাচার্য্য, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ।
8,560,753 total views, 11,359 views today |
|
|
|