জানুয়ারি ২১, ২০২২
কলারোয়ায় করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি উপেক্ষিত
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় করোনা ডেল্টা ও নতুন ধরন ওমিক্রন সংক্রমণের বিস্তার রোধে মানা হচ্ছে না কোন স্বাস্থ্যবিধি। সংক্রমন রোধে উপজেলাজুড়ে বাজার, মার্কেট, হোটেল, রেঁস্তোরা ও রাস্তায় মানুষের চলাচলে সরকারি ১১ দফা নির্দেশনা থাকলেও মানা হচ্ছে না সেই নির্দেশনা। অবাধে চলছে সবকিছু। এমতাবস্থায় চলতে থাকলে সংক্রমণের বিস্তার মহামারি আকার ধারন করতে পারে। এদিকে করোনা সংক্রমণের বিস্তার রোধে জনসচেতনতায় প্রশাসনের তৎপরাতাও চোখে পড়ছে না। প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সকল শিক্ষার্থীদেরকে ১ম ডোজ টিকা দেওয়ার কার্যক্রম শেষ হয়েছে। কিন্তু সেখানেও শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য বিধি মানার কোন বালাই ছিল না। এই জন্য সচেতন মহল করোনা সংক্রমন বিস্তর বৃদ্ধির আশঙ্কা পোষন করেছেন। মাস্ক বিহীন চলা কলারোয়া বাজারের অধিকাংশ শ্রমজীবীরা জানান, করোনার টিকা নিয়েছি। তাই করোনার ভয় পায় না। আবার কেউ কেউ বলেছেন মাস্ক বাড়ীতে রেখে এসেছি। অনেকে বলেন, একদিন মরতেই হবে, এত বিধি নিষেধ মেনে কি হবে? রাস্তায় সচেতন কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে রাস্তাঘাট, হাটবাজার সর্বক্ষেত্রেই মানুষ মাস্কবিহীনভাবে চলাচল করছে। তাই এ বিষয়ে নিজে সচেতন হয়ে খুব একটা লাভ হচ্ছে না। সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদেরকে জননসচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনে কঠোর পদক্ষেপ গ্রহনের তাগিদ দিয়েছেন। কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জিয়াউর রহমান জানান, শুধু টিকা নিয়ে করোনার এই সংক্রমন রোধ করা সম্ভব নয়। টিকা নিয়ে অসচেতনভাবে চলাচলে পুনরায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তবে প্রতিরোধক টিকা নিলে আক্রান্ত হলেও মৃত্যুর ঝুঁকি কম থাকে। এ জন্য যারা এখনও টিকা গ্রহন করেননি সকলকে টিকা নেওয়ার জন্য তিনি বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন এবং সকলকে সরকারের নির্দেশিত ১১ দফা মেনে চলার অনুরোধ করেছেন। 8,591,342 total views, 8,028 views today |
|
|
|