Site icon suprovatsatkhira.com

হারিয়ে যাওয়া ৪২ টি মোবাইল ফোনসহ প্রতারণার ৪০ হাজার টাকা উদ্ধার করে ফিরিয়ে দিলেন জেলা পুলিশ

জি এম মাছুম বিল্লাহ: সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৪২টি মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে প্রতারণা হওয়া ৪০হাজার টাকা উদ্ধার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপি এম বার এর নির্দেশে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার হয়েছে বলে জানান সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম লিডার মোঃ ইকবাল হোসেন অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা সদর। মুজিব শত বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই প্রতিপাদ্য কে সামনে রেখে সাতক্ষীরায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদেরকে ফেরত দিলেন সাতক্ষীরা জেলা পুলিশ।

১০ই জানুয়ারি (সোমবার) বেলা ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইনে আনুষ্ঠানিক ভাবে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (পিপিএম বার)।এসময় তিনি বলেন, সাতক্ষীরার বিভিন্ন থানায় এপযন্ত ৯০৯টি জিডির বিপরীতে ২৮৪টি ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছি। ২৫টি ফোন উদ্ধারের অপেক্ষায় আছে। বাকি গুলোর উদ্ধার অভিযান চলমান বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পী,প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, এটিএন বাংলার কামরুজ্জামান, মুন্সিগঞ্জ সুন্দরবন প্রেসক্লাবের সংগঠনিক সম্পদক জি এম মাছুম বিল্লাহসহ অনেকে।বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া মুঠোফোনের জন্য করা সাধারণ ডায়েরি সূত্রে এসব মুঠোফোন উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন পরে হলেও হারানো মুঠোফোন পেয়ে খুশি মালিকরা। হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোনের মালিকরা বিভিন্ন সময় থানায় জিডি করেছিলেন। জিডির সূত্র ধরে সেগুলো উদ্ধার করে তাদের ফেরত দেওয়া হয়। উদ্ধারকারী টিমের কাজের সন্তুষ্ট হয়ে পুলিশ সুপার নগদ দশ হাজার টাকা পুরস্কার দেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version