Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিরতণ

স্টাফ রিপোর্টার: ২০২২ শিক্ষাবর্ষে বিনামুল্যে পাঠ্যপুস্তক বিরতণ করা হয়েছে। শনিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে চত্বরে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক তুলে দেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি নতুন বছর করোনা মুক্ত বিশ^ হোক মহান আল্লাহর কাছে সেই কামনা করে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশে^ এমন কোন দেশ নেই যে দেশে নতুন বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীর হাতে বিনামুল্যে নতুন বই তুলে দেওয়া হয়।”

পাঠ্যপুস্তক বিরতনী অনুষ্ঠানের আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন, সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইন্সট্যাক্টর মো. মাহবুবুর রহমান প্রমুখ। ২০২২ শিক্ষাবর্ষে জেলা প্রাথমিক বিদ্যালয়ে ২ লক্ষ ১ হাজার ৩৫৮ জন শিক্ষার্থীর মাঝে ১০ লক্ষ ৩৬ হাজার বই বিতরণ করা হবে এবং মাধ্যমিক বিদ্যালয়ে ১ লক্ষ শিক্ষার্থীর মাঝে ৩২ লক্ষ বই বিতরণ করা হবে।

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত পাঠ্যপুস্ত বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জি.এম.জুলফিকার আব্দুল্লাহ, সহকারি শিক্ষক আবু সাঈদ, মাও. আবুল খায়ের, রবিউল ইসলাম, শেখ তাজুর রহমান, মুহাম্মদ আবুল খায়ের, জান্নাতুল ফেরদৌস, মমতাজ আহমেদ, মামুন অর রশীদ, মো. শরিফুল ইসলাম ও আব্দুল করিম বালিকা বিদ্যালয়ের শিক্ষক মো. আমিনুর রহমান উল্লাস প্রমুখ। এসময় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক আনিসুর রহমান

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version